Ticker

6/recent/ticker-posts

বন্যায় আশ্রয়কেন্দ্রে ঝুঁকিতে শিশুরা

 বন্যায় নজর নেই শিশুদের প্রতি


বাড়িতে বানের পানি ওঠায় পরিবারের সাথে উঁচু যায়গার আশ্রয় নিয়েছে শিশু শাওন। প্রতিবছরের ভোগান্তির অভিজ্ঞতা থাকলেও নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হচ্ছে তার। আশ্রয়স্থল গুলো ঘুরে এরকম চিত্র দেখা যায় প্রায় প্রতিটি পরিবারের মধ্যে। মায়েরা সার্বক্ষণিক পানির স্পর্শে থাকায় কোলের শিশুদের দেখা দিচ্ছে জ্বর ও সর্দি। করোনাকালের এই বন্যায় স্বাস্থ্যঝুঁকি নিয়ে গাদাগাদি করে উঁচু যায়গায় আশ্রয় নেয়া বন্যার্ত্যদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কর্তৃপক্ষের কোন ভূমিকা দেখা যায়নি। 


গত ১৭ জুলাই বিকেলে কুড়িগ্রামের চিলমারী উপজেলার হ্যালিপ্যাডে তোলা।

Post a Comment

0 Comments