সকালে ভাত রেঁধেছে মা,সকালেই তা শেষ। কিন্তু শিশুর পেট তো আর সংকট বোঝেনা।তাই প্রতিবেশীদের কাছে একটি কাঁঠাল জোগাড় করে ৩ বছরের শিশু মাফিজুলকে খেতে দিয়েছেন মা।
গল্প ও ছবিটি উলিপুর - চিলমারী সড়কের চিলমারী থানার মাজারপাড়া এলাকার রাস্তার পাশে আশ্রয় নেয়া একটি বানভাসি পরিবারের।এখন পর্যন্ত কোন ত্রাণ পায়নি বলে জানায় শিশুটির মা। বাড়িতে পানি ওঠায় রাস্তার ধারেই ৮ দিন থেকে চার শিশু সন্তান ও স্বামীকে নিয়ে আছেন তিনি।কোনদিন একবেলা হাড়িতে চাল ওঠে,সেটা দিয়েই চলে তিনবেলা। গৃহকর্তা দিনমজুর, বন্যা ও করোনার জন্য তার আয়ের পথটাও বন্ধ। সময় যায়, দূর্ভোগ কমেনা।
এরকম চিত্র কুড়িগ্রামের প্রায় সকল বানভাসি পরিবারগুলোর।


0 Comments