Ticker

6/recent/ticker-posts

ঐতিহাসিক বড়াইবাড়ী বিজিবি ক্যাম্প,কুড়িগ্রাম


 ২০০১ সালের এই ১৮ এপ্রিল ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ কোন প্রকার কারণ ছাড়াই অতর্কিতে ঢুকে পড়ে বাংলাদেশের ভূখন্ডে। ১০৬৭/৩ পিলার অতিক্রম করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিডিআর ক্যাম্পের উত্তর-পূর্ব সীমান্তে অনুপ্রবেশ করে। বড়াইবাড়ী বিডিআর ক্যাম্পসহ আশপাশের গ্রাম তাদের দখলে নিতে এ বর্বরোচিত আক্রমণ মিশন ছিল তাদের। বাংলাদেশী ভূখন্ডে হানাদার বিএসএফ বাহিনীর গুলীতে শহিদ হয় ২ বিডিআর জোয়ান। অপরদিকে বিএসএফ অফিসারসহ নিহত হয় ১৬ জন সদস্য। বিএসএফ বাহিনী পুড়িয়ে দেয় শতাধিক ঘরবাড়ি। এতে ক্ষয়ক্ষতি হয় প্রায় কোটি টাকার সম্পদ।এর পর থেকে ১৮ এপ্রিল ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস হিসাবে পালিত হয়। 

গত ৩১ আগষ্ট(২০২০) দুপুরে তোলা ছবি।  

Post a Comment

0 Comments