বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামে প্রবাহিত প্রধান নদ-নদী গুলোর মধ্য ধরণী নদী অন্যতম। এটি ভারতের মেঘালয় রাজ্যের গাড়ো পাহাড় থেকে উৎপত্তি লাভ করে ডিলনী(Dilni) নাম ধারণ করেছে। এটি বাংলাদেশের আন্তঃ সীমান্ত নদী হলেও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো) এবং আন্তঃ সীমান্ত নদী তালিকায় নদীটির নাম নেই।
নদীটি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্তে বিজিবি ক্যাম্পের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।ভারতীয় অংশে উক্ত যায়গাটির নাম ঠাকুরানবাড়ি। অতঃপর নদীটি বাংলাদেশ অংশে ২.৫ কি.মি. প্রবাহিত হওয়ায় পর পুনরায় ভারতে প্রবেশ করে যা ভারতের ঝগড়ার চর ও বাংলাদেশের রৌমারী উপজেলার ঝাউবাড়ি সীমান্ত।অতঃপর নদীটি পাহাড়তলী হয়ে আবারও বকবান্ধা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং খেওয়ার চর বকবান্ধা নামক স্থানে জিঞ্জিরাম নদীতে মিলিত হয়।
নদীটির প্রকৃতি সর্পৃলাকার।নদীটি বাংলাদেশের ভেতরে প্রায় ৬ কিলোমিটার পথ অতিক্রম করে।
স্থানীয়দের ভাষায় এই নদীর নাম ধন্নি(Donni) বা দন্নি নদী। যা মূলত ধরণী নামে ব্যাপক পরিচিত।


0 Comments