Ticker

6/recent/ticker-posts

জিঞ্জিরাম নদী


 জিঞ্জিরাম নদীর উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। নদীটি বাংলাদেশ-ভারতের একটি  আন্তঃসীমান্ত নদী এবং প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর এবং ভারতের মেঘালয়ের পশ্চিম গারো পাহাড় জেলা এবং দক্ষিণ পশ্চিম গারো পাহাড় জেলার একটি নদী।বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা "পাউবো" কর্তৃক জিঞ্জিরাম নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-কেন্দ্রীয় অঞ্চলের নদী নং ২০।এর দৈর্ঘ্য ৫৫ কিলোমিটার ,গড় প্রস্থ ১০৭ মিটার, গড় গভীরতা ৭ মিটার এবং অববাহিকার আয়তন ২৪০ বর্গকিলোমিটার।


এটি কুড়িগ্রাম জেলার রৌমারীতে বাংলাদেশে প্রবেশ করেছে।সবশেষে নদীটি রৌমারী হতে রাজীবপুর হয়ে জামালপুরের দেওয়ানগঞ্জে পুরাতন ব্রহ্মপুত্র নদে প্রবেশ করেছে।


Post a Comment

0 Comments